• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সকল প্রার্থী বিজয়ী 

     dailybangla 
    01st May 2024 3:48 am  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগঃ পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগীতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডিবিসি নিউজের মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশের আলোর জাওহার ইকবাল।

    আজ, মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে সন্ধায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

    ডিএসইসি নির্বাচনে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুক্তাদির অনিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট পেয়েছেন। এদিকে, সাধারণ সম্পাদক পদে ৪৯৭ ভোটে বিজয়ী হয়েছেন জাওহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহীদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট। এছাড়া, নির্বাচনে সহ-সভাপতি পদে ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলী ইমাম সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩৫৪ ভোট পেয়েছেন লাবিন রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল রাণা পেয়েছেন ২৮২ ভোট। কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল অদুদ ৩৫৭ ভোট পেয়েছেন।
    দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জাফরুল আলম ৪৯৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মামুনুর রশীদ পেয়েছেন ২৫৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফ আহমেদ ৪৬১ নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আহমেদ পেয়েছেন ২৮০ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি ৪০২ নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সাইফুদ্দিন পেয়েছেন ৩৪৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান ৪০৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী মলয় বিকাশ দেবনাথ পেয়েছেন ৩৩২ ভোট। কল্যাণ সম্পাদক পদে সাফায়েত হোসেন ৪০৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী মীম ওয়ালী উল্লাহ ৩৫৫ ভোট পেয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন (ফ্লোরা) ৩৯৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন পেয়েছেন ৩৭৩ ভোট।
    কার্যনির্বাহী সদস্যদের মধ্যে শামসুল আলম সেতু ৪৩৮ ভোট ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আনজুমান আরা শিল্পী পেয়েছেন ৪৩৩ ভোট। এছাড়া আনজুমান আরা মুন ৩৯০ ভোট, জেসমিন জাহান ৩৮৫ ভোট, তানজিমুল নয়ন ৩৩২ ভোট, মাশরেকা জাহান ৩০৫ ভোট ও ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031