• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা সিটি কলেজ থেকে ‘সিটি’ তুলে নিয়েছে আইডিয়ালের শিক্ষার্থীরা 

     dailybangla 
    10th Feb 2025 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগঃ গত বুধবার ৫ ফেব্রুয়ারির একটি তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। একপর্যায়ে ঢাকা সিটি কলেজের নাম ফলক থেকে ‘সিটি’ খুলে নিয়ে যান ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

    রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংঘর্ষ শুরুর পর এ ঘটনা ঘটে। এ সময় থেমে যায় যান চলাচল। বন্ধ হয়ে যায় নিউমার্কেট থেকে মিরপুর চলাচলের প্রধান সড়ক। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

    ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

    এ ঘটনায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের ৩ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন।

    ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায়, কলেজটির দুটি গেটের মাঝখান থেকে ‘সিটি’ লেখাটি খুলে নেওয়া হয়েছে। যা দেখে মনে হবে এটি ঢাকা কলেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় ঢাকা সিটি কলেজ থেকে ‘সিটি’ লেখাটি খুলে নিয়ে রাস্তায় হাটছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী। এ বিষয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।

    ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওইদিনের ঘটনার জেরেই আজ ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    তিনি বলেন, সংঘর্ষের কারণে গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে পরবর্তী সময়ে যেন ফের সংঘর্ষ না বাধে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031