ঢাকা-০৭ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ও ঢাকা-০৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেছেন, আপনারা আমাকে বিজয়ী করুন, আমি আপনাদের খাদেম হয়ে পুরান ঢাকাকে তার আগের ঐতিহ্যে ফিরিয়ে নেবো ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় লালবাগের আমলিগোলা থেকে শুরু করে লালবাগ কেল্লা, শহীদ নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুর রহমান।
গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম। তিনি বলেন, স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি। বরং ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থই দেখেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ইসলামের পথে থাকলে আমরা খাদেম হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাআল্লাহ।
পথসভায় অধ্যাপক আশরাফ আলী আকন ঢাকা-০৭ আসনের সর্বস্তরের জনগণকে আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
আলহাজ্ব আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনের জন্য মনোনীত করেছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি পুরান ঢাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবো।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন হাজী আলি আকবর হোসেন, মুফতি আব্দুর রহমান বেতাগ (কেন্দ্রীয় সদস্য, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ), ইসলামী যুব আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান ইমন, লালবাগ থানার সভাপতি মাহবুবুর রহমান সবুজ, সেক্রেটারি সুমন হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/এফএইচএস