ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতার বিশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাজধানীর ঢাকা-১৪ আসনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিরপুরের গাবতলী থেকে শুরু হয়ে মিছিলটি মিরপুর মাজার রোড, মিরপুর ১ নাম্বার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ আলী থানার ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে অংশ নেন মহানগর উত্তর বিএনপি’র বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা ফেস্টুন, ব্যানার ও ধানের শীষের প্রতীক সংবলিত পোস্টার নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইতোমধ্যেই নির্বাচনী মাঠে নেমেছি। প্রতিটি নেতাকর্মীকে এখন ঐক্যবদ্ধ হয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে- তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এই সংগ্রামে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা গত ষোলো বছর ধরে রাজপথে আছি। এই রাজপথেই আমাদের যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। কিন্তু আমরা দমে যাইনি- দেশের মানুষের অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত থাকব।
মিছিলে উপস্থিত নেতারা জানান, বিএনপি’র তৃণমূল এখন সম্পূর্ণভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। ধানের শীষে ভোট চেয়ে তারা রাজধানীর প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি চালিয়ে যাবেন।
বিআলো/এফএইচএস