ঢাকা-১৭ থেকে নির্বাচন করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশে ফেরার পর প্রথমবার গুলশান কার্যালয়ে যাওয়ার পাশাপাশি তিনি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর সেগুনবাগিচা থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
ঢাকা-১৭ আসনে পূর্বে বিএনপি ও বিএনপির সহযোগী জোটের মধ্যে আলোচনার বিষয় ছিল বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের মনোনয়ন। তবে তিনি এই আসন থেকে মনোনয়ন নেননি এবং ভোলা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। পার্থ বলেন, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক রহমান।”
এর আগে দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরে তারেক রহমান প্রথমবার গুলশান কার্যালয়ে যান। পাশাপাশি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসা এখনও জটিল অবস্থায় চলছে।
বিআলো/শিলি



