ঢাকা–৪ আসনে ইসলামী আন্দোলনের গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচির ঘোষণা
মো: আশিকুর রহমান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৪ আসনে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী (হুজুর) এই কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি ঢাকা–৪ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে। এদিন হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ, সাধারণ জনগণের সঙ্গে সালাম বিনিময় ও সরাসরি মতবিনিময় করা হবে। এর ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি শায়েখে চরমোনাইয়ের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং বিজয় নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঢাকা–৪ আসনের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫৯ নং ওয়ার্ডের মনোনীত কমিশনার পদপ্রার্থী হাজী মোঃ মাসুম আহমেদ, কদমতলী থানা সভাপতি আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইউনিট সেক্রেটারি মোঃ রমিজ উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার কোনো বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জনে সক্ষম হবে।
বিআলো/তুরাগ



