ঢাকা-৪ আসনে ভোটের মাঠে ইসলামি আন্দোলনের প্রার্থীর গণসংযোগ
কদমতলীতে মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নির্বাচনী প্রচারণা
মো. আশিকুর রহমান: ঢাকা-৪ আসনে ভোটের মাঠে সরাসরি জনসংযোগ চালালেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কদমতলীর ৫৯ নম্বর ওয়ার্ডে তিনি ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচিতে ঢাকা ম্যাচ কদমতলী বাকচর, মোহাম্মদবাগ কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এ সময় প্রার্থী এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দৈনন্দিন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা শোনেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী কদমতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।
৫৯ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী শাখার উদ্যোগে এই গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাখার সভাপতি হাজী মো. মাসুম আহমেদ। কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দলীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে এই গণসংযোগ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। তারা ভোটারদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে এবং প্রার্থীর পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ঢাকা-৪ আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল নির্বাচনী এলাকা। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
আগামী দিনগুলোতে ৫৯ নম্বর ওয়ার্ডসহ ঢাকা-৪ আসনের বিভিন্ন এলাকায় মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিআলো/তুরাগ



