ঢাকা-৫: উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে বিএনপি প্রার্থী নবী
গণসংযোগে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, উন্নয়নের প্রতিশ্রুতি
ইবনে ফরহাদ তুরাগ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাকা ৫ আসনে বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবী উল্লাহ নবী ধানের শীষ প্রতীক নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নবী উল্লাহ নবী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের ডেমরা-কদমতলি থানাধীন মাতুয়াইল, মুজাহিদ নগর, হাবিব নগর, তুষারধারা ও মেরাজনগর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং একাধিক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
লোকালয় সমস্যার সঙ্গে সরাসরি সংযোগ
গণসংযোগকালে নবী উল্লাহ নবী স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এলাকার দীর্ঘদিনের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা মনোযোগসহকারে শুনেন। এলাকাবাসী জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ, স্বাস্থ্যসেবার ঘাটতি ও খেলাধুলার সুযোগের অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
পথসভায় তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
উন্নয়নে অগ্রাধিকার: অবহেলিত প্রকল্প দ্রুত বাস্তবায়ন
ঢাকা–৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে নবী উল্লাহ নবী জানান, বহু উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত ও অবহেলিত অবস্থায় রয়েছে, যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। নির্বাচিত হলে এসব প্রকল্প অগ্রাধিকারভিত্তিতে দ্রুত ও পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
ডেমরা-কদমতলী এলাকার অন্যতম বড় সমস্যা হিসেবে তিনি জলাবদ্ধতার কথা উল্লেখ করেন। প্রতি বছর বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়, যা শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ। নবী উল্লাহ নবী আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সমন্বিত পানি নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

ভবিষ্যৎ পরিকল্পনা: আধুনিক, বাসযোগ্য ঢাকা–৫
তিনি আরও জানান, ডেমরা ও ঢাকা–৫ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করাই তার লক্ষ্য। তার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে:
- একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা
আধুনিক শিশু পার্ক ও খেলার মাঠ নির্মাণ
উন্মুক্ত বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার স্থাপন
নারীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা
গণসংযোগ ও পথসভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
বিআলো/নিউজ



