ঢাকা-৫: নবী উল্লাহ নবী প্রতিশ্রুতি দিচ্ছেন বাসযোগ্য ও আধুনিক টাউন গড়ার
৭০ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় প্রাণবন্ত দৃশ্য
জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরলেন প্রার্থী
দৌলত হোসেন আবির: ঢাকা-৫ আসনের ৭০ নং ওয়ার্ডে মঙ্গলবার সকাল থেকেই নতুন এক নির্বাচনী প্রেরণা সৃষ্টি করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। দিনভর চলা গণসংযোগে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ, এলাকার সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি আধুনিক নগরায়ণের প্রতিশ্রুতি দিয়েছেন।
সকাল থেকেই প্রার্থী স্থানীয় নেতাকর্মীদের বিশাল বহরের সঙ্গে অলিগলি, প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকায় যান। পথসভা ও দ্বারস্থ গণসংযোগে নবী উল্লাহ নবী ভোটারদের হাতে হাত মেলান, কুশল বিনিময় করেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো শোনেন।
স্থানীয় বাসিন্দারা বিশেষ করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির অভাব এবং গ্যাসের সমস্যা প্রার্থীর নজরে আনেন। নবী উল্লাহ নবী অত্যন্ত মনোযোগীভাবে এসব অভিযোগ শোনেন এবং আশ্বাস দেন, নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধানই হবে তার অগ্রাধিকার।
পথসভায় নবী উল্লাহ নবী বলেন, “ঢাকা-৫ এলাকায় দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জনগণের ভোট ও আস্থা পেলে এই এলাকা একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তুলবো। জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। এছাড়া তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নেও আমি বদ্ধপরিকর।”
প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, নবী উল্লাহ নবী একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দলীয় সমর্থনে তার জয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। নির্বাচনের দিন যতই কাছে আসছে, ৭০ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণজোয়ার ততই দৃশ্যমান হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা-৫ আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রতিটি প্রার্থী ভোটারদের কাছে নিজস্ব পরিকল্পনা ও বার্তা পৌঁছে দিচ্ছেন। এই ধারাবাহিকতায় নবী উল্লাহ নবীর আজকের গণসংযোগ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতের উন্নয়নের আশায় নতুন আশার আলো জ্বালিয়েছে।
বিআলো/তুরাগ



