• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সুপ্রিম কোর্টে চলছে চতুর্থ দিনের শুনানি 

     dailybangla 
    28th Oct 2025 1:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দিচ্ছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    এর আগে ২৩ অক্টোবর তৃতীয় দিনের শুনানিতে ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। ২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে বক্তব্য শেষ করেন ড. শরীফ ভূঁইয়া। প্রথম দিনের শুনানি হয় ২১ অক্টোবর।

    তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) অনুমতি দেয় আপিল বিভাগ গত ২৭ আগস্ট। এরপর ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচজন আপিল করেন।

    ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে রিট দায়ের করেন কয়েকজন আইনজীবী। ২০০৪ সালে হাইকোর্ট এই ব্যবস্থা বৈধ ঘোষণা করলেও ২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

    পরবর্তীতে ২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলোপ করা হয়। পরবর্তীতে এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার ও মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল দায়ের করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031