তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক স্বীকৃতি: মোস্তফা খান পেলেন “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫”
তরুণদের আইটি খাতে উদ্বুদ্ধ করার জন্য মোস্তফা খানের বিশেষ পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরার আইটি উদ্যোক্তা ও সাংবাদিক মো. মোস্তফা খান পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫”। তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কর্মকাণ্ড, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে সমৃদ্ধ করার কাজ এবং তরুণদের আইটি খাতে উদ্বুদ্ধ করার জন্য এই স্বীকৃতি তাকে প্রদান করা হয়েছে।
পুরস্কারটি শনিবার (৩০ আগস্ট) রাজধানীর পল্টন টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনসহ অন্যান্য বিশিষ্ট অতিথি।
মোস্তফা খানের নেতৃত্বে “খান আইটি হোস্ট” দেশের নানা জেলা ও উপজেলায় ওয়েবসাইট ডেভেলপমেন্ট, স্কুল ও কলেজের সফটওয়্যার সেবা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে সুনাম কুড়িয়েছে। পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।”
মোস্তফা খান এর আগে হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২২, জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা–২০২২সহ একাধিক সম্মাননা লাভ করেছেন। ২০২৩ সালে ভারতের আগ্রা শহরে অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সেও তাকে বিশেষ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।
বিআলো/তুরাগ