তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল সেবায় নাগরিকদের সুবিধা নিশ্চিত করছে: ফয়েজ আহমেদ তৈয়্যব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে নাগরিকদের নির্বিঘ্নে সেবা প্রদান, এবং এজন্য প্রশাসনিক সম্পদ সমন্বিতভাবে ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।
রোববার রাতে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ডাক বিভাগ, বিটিসিএল, বিসিসি, টেলিটক ও আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমেদ বলেন, “ইন্টারনেট ব্যবহার করে নাগরিকদের যাবতীয় সেবা তাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে সরকার কাজ করছে। ন্যাশনাল সিঙ্গেল উইথড্রো-র মাধ্যমে সেবা প্রদানে বিশাল পরিবর্তন আসবে। এর মাধ্যমে ডেটা অপারেটিংয়ে নতুন ইকোসিস্টেম তৈরি হবে এবং কোয়ালিটি ডেটার সমস্যা কমবে।”
তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি সমাজে অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, কুমিল্লায় মাজার ভাংচুর রোধে প্রযুক্তি কার্যকর ভূমিকা রেখেছে। সরকারের তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৫শ’ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার রয়েছে।
ফয়েজ আহমেদ জানান, ডেটা গভর্ন্যান্স ও আইনি সংস্কারের মাধ্যমে সরকারি-বেসরকারি সেবার সমন্বয় করা হচ্ছে। এছাড়া, পোস্টাল ডিজিটাল কোডিং ও ফাইবার অপটিক কনসেপ্ট গ্রহণের মাধ্যমে দেশের সেবা আরও উন্নত করা হবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং ডাক, বিটিসিএল, বিসিসি, টেলিটক ও আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিআলো/এফএইচএস