তদন্ত কমিটি গঠন শ্রীপুর খাদ্য গুদাম থেকে খালি চালের বস্তা পাচারের অভিযোগ
আনিছুর রহমান, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে সরকারি খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ খালি চালের বস্তা পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা খালি বস্তা ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। পরে জেলা খাদ্য কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শ্রীপুর-বরমী সড়কের ঘুন্টিঘড় এলাকায় প্রায় সাড়ে চার হাজার খালি চালের বস্তাসহ পিকআপটি আটক করা হয়। স্থানীয়দের দাবি, খাদ্য গুদাম থেকে বস্তাগুলো বের করে বেসরকারি বস্তা ব্যবসায়ীর কাছে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
পিকআপ চালক ও বস্তা ব্যবসায়ী খাদ্য গুদাম থেকে বস্তা নেওয়ার কথা স্বীকার করলেও গুদাম কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। ঘটনার পর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয় এবং আগামী ১০-১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিআলো/আমিনা



