• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তরী বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব পানি দিবস-২০২৫ পালিত 

     dailybangla 
    22nd Mar 2025 10:55 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ‘হিমবাহ সংরক্ষণ’ প্রতিপাদ্যে পানির অপচয় রোধ ও নিরাপদ পানির নিশ্চয়তায় ব্রাহ্মণবাড়িয়াস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’।

    সংগঠনের আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী’র সভাপতিত্বে খাইরুজ্জামান ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ, মোহাম্মদ মোস্তফা দেলোয়ার, শিরিন আক্তার, আক্কাছ মিয়া, জোবায়দুর রহমান মেহেদী, সালাউদ্দিন, আবদুর রহিম ও তরী ঢাকা দক্ষিণের সদস্য মো. শফিউল আলম সুমন।

    জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
    সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পানির অপচয় রোধ ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরো বলেন দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। দুর্গম এলাকা, গ্রামাঞ্চল ও শহরের বস্তি এলাকায় নিরাপদ পানি সহজে পাওয়া যায় না। পানিতে ময়লা, দুর্গন্ধ, ক্ষতিকর জীবাণু, আর্সেনিক ও লবণাক্ততা রয়েছে।

    বিশ্ব পানি দিবসের আলোচনা সভা থেকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সরকারের নিরাপদ পানির নিশ্চয়তা প্রদানসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানিদূষণ কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে আহবান করা হয়। এবং যার যার অবস্থান থেকেও সচেতন হওয়ার বিষয়ে আলোচনা হয়।

    বক্তারা বলেন ভূগর্ভস্থ পানির ব্যবহার যথাসম্ভব কমিয়ে কৃষিকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে শুধুমাত্র পানীয় জল ভূগর্ভ থেকে সংগ্রহ করতে এবং খাল-বিল, নদী-নালা, জলাশয়গুলো দখল নয়, বরং সংস্কার করে বৃষ্টির পানি ধরে রাখতে পারলে কৃষিতে শতভাগ ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ কাজ সম্ভব।

    এসডিজি লক্ষ্য পূরণ করতে হলে নিরাপদ পানির নিশ্চয়তায় সক্ষমতা বাড়াতে নদীমাতৃক বাংলাদেশে নদী ও পরিবেশ দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের দায়িত্বশীল দপ্তরের আরো বেশি কাজ করতে হবে বলে আলোচনায় উঠে আসে। সভায় উপস্থিত ছিলেন সোহেল রানা ভূঁইয়া, জামান খান, রুবেল মিয়া, আব্দুল হেকিম, মোবারক মিয়া, অর্পিতা পাল, সঞ্চারী মল্লিক, মনির হোসেন, লামিন মিয়া প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031