• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তরুণদের কাছে নবীজির অনুকরণীয় জীবন তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার 

     dailybangla 
    01st Oct 2025 4:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম দৃষ্টান্ত। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, অথচ তাঁর জীবন ছিল অত্যন্ত সাধারণ। তরুণ প্রজন্মের কাছে নবীজির এ অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরতে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

    আজ বুধবার ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সীরাত আয়োজন ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শেখ বশিরউদ্দীন বলেন, “নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.)-এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে সেই জ্ঞানকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখানোর। নবীজির সরল জীবন দেখে তরুণরা বুঝতে পারবে কিভাবে সাধারণ জীবন থেকেও তিনি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।”

    তিনি নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটির এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

    সীরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত-তাকওয়া সোসাইটির চতুর্থ তলায় প্রদর্শনীতে প্রতীকীভাবে নবীজির যাপিত জীবন তুলে ধরা হয়েছে। এখানে রাখা হয়েছে মাটির ঘর, খেঁজুর পাতার ছাওনি, খাট, তৈজসপত্র, পানি রাখার মসকসহ তাঁর প্রিয় খাবারগুলো।

    তিন দিনব্যাপী আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী, সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং তুলিতে নবীজির শহর, ফুড অফ প্রফেট (সা.), বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি অ্যানিমেশন শো। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। নারীদের জন্য প্রতিদিন বাদ জোহর থেকে আসর পর্যন্ত আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজসহ স্থানীয় মুসল্লিগণ।

    পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031