• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তরুণদের মাদকমুক্ত রাখাই উন্নত রাষ্ট্র গঠনের শর্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    26th Jun 2025 10:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য যুব সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে”—বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে আয়োজিত “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    তিনি বলেন, “যেকোনো দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি কর্মক্ষম ও শিক্ষিত যুবশক্তি। তারা যদি মাদকাসক্ত হয়, তবে উন্নয়ন ব্যাহত হবেই। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তারুণ্যের শক্তি বারবার জাতিকে সংকট থেকে উদ্ধার করেছে। তাই এই শক্তিকে রক্ষা করতেই সর্বাগ্রে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে নারী, শিশু ও কিশোরদেরও মাদক চোরাচালানে ব্যবহার করা হচ্ছে। তাদের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। এই বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

    তিনি আরও বলেন, “সিনথেটিক ও সেমি-সিনথেটিক ড্রাগস বা NPS-এর উদ্ভব মাদক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইনি কাঠামো হালনাগাদ এবং তফসিলে অন্তর্ভুক্তির পাশাপাশি কৌশলগত নজরদারি জোরদার করা হয়েছে।”

    সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে তিনি উল্লেখ করেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪” প্রণয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি একনেকে অনুমোদিত ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

    তিনি বলেন, “আইন প্রয়োগ যথেষ্ট নয়, মাদক প্রতিরোধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। সচেতনতা, প্রচার ও সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ খোদা বখস চৌধুরী বলেন, “যে পরিবারে মাদক ঢুকে পড়ে, তারাই এর ভয়াবহতা উপলব্ধি করে। সামাজিক প্রতিরোধ কার্যক্রমকে আগের মতোই সক্রিয় করতে হবে।”

    সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “বাংলাদেশে মাদক উৎপাদিত না হলেও তা সীমান্ত দিয়ে প্রবেশ করে দেশকে বিপন্ন করছে। তাই সীমান্তবর্তী জেলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো জরুরি।”

    সভায় “মাদকবিরোধী কার্যক্রম” নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, সেরা তিনটি বেসরকারি নিরাময় কেন্দ্র এবং দুটি সংগঠনকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি দিবস উপলক্ষে প্রকাশিত স্যুভেনির ও বার্ষিক প্রতিবেদন Annual Drug Report 2025-এর মোড়ক উন্মোচন করেন।

    দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনে উপদেষ্টা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন এবং নিরাময় কেন্দ্রগুলোর অংশগ্রহণে গঠিত স্টলগুলো ঘুরে দেখেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930