• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ: মোহাম্মদ বাগ ইউনিট যুব সমাজের মতবিনিময় সভা 

     dailybangla 
    19th Jan 2026 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    মো. আশিকুর রহমান: সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের অবদানকে গুরুত্ব দিতে ৫৯ নং ওয়ার্ডের মোহাম্মদ বাগ ইউনিট যুব সমাজের উদ্যোগে আজ এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল লক্ষ্য ছিল তরুণদের চিন্তা, চেতনা ও দায়িত্ববোধকে আরও শানিত করা।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণরাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। সৎ, শিক্ষিত ও আদর্শবান তরুণ সমাজ গড়ে উঠলে দেশকে কেউ পিছিয়ে রাখতে পারবে না।” তিনি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

    বিশেষ অতিথি কদমতলী থানা পূর্ব আমীর মোঃ ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন বলেন, “আজকের তরুণরাই আগামীর নেতৃত্ব। যদি তরুণদের চিন্তা ও কর্ম সঠিক পথে পরিচালিত হয়, তাহলে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

    মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ, নৈতিক শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিয়ে তাদের মতামত এবং প্রত্যাশা প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে যে, সংগঠিত ও সচেতন তরুণ সমাজই পারে সমাজের অবক্ষয় রোধ করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে।

    অংশগ্রহণকারীরা মনে করেন, অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ জাগ্রত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে আরও এগিয়ে নেবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031