‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’: স্লোগানে বিএনপি
‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে ঢাকা-১২ আসনে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপির উদ্যোগে গণমিছিল ও ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নেতৃত্ব দেন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল (ঢাকা-১২ আসন) বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, সদস্য এল রহমান, তাসলিমা চৌধুরী রিতা, উত্তর মহিলাদলের যুগ্ম আহ্বায়ক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান কবির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউদ্দিন শাহীন মাহমুদ, শেরে বাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণমিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা হয়ে নাবিস্কো মোড়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পথচারীদের হাতে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিআলো/তুরাগ