তরুণ শক্তিই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দালাল চক্রকে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই খাতকে দালালমুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।
গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে কাজের আশায় যাওয়া মানুষ প্রতিটি ধাপে দালালদের প্রতারণার শিকার হচ্ছে। কাগজপত্র, ভাষা দক্ষতা ও চাকরির নামে মিথ্যা আশ্বাস দিয়ে তারা মানুষকে সর্বস্বান্ত করছে। এর ফলে শ্রমশক্তি রপ্তানির সম্ভাবনাময় খাতটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশ হলো তারুণ্যের খনি- যা সোনার চেয়েও মূল্যবান। বিশ্বজুড়ে তরুণ জনশক্তির সংকট তৈরি হলেও বাংলাদেশে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে। সঠিক প্রস্তুতি থাকলে আজই পাঁচ লাখ মানুষকে জাপানের মতো দেশে পাঠানো সম্ভব।
তিনি উল্লেখ করেন, জাল সার্টিফিকেট ও ভুয়া ভাষা দক্ষতার কারণে এখন অনেক দেশ নিজেরাই পরীক্ষা নিচ্ছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ম-শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সারা বিশ্বের শ্রমবাজার বাংলাদেশমুখী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বিআলো/শিলি



