• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তসলিমার ভিসার মেয়াদ বাড়ালো ভারত 

     dailybangla 
    23rd Oct 2024 9:58 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতে থাকার অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়া নিয়ে লাগাতার কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে আসছিলেন তসলিমা নাসরিন। অবশেষে সাড়া মিলল কেন্দ্রের তরফে। বর্ধিত সময়ের জন্য ভারতে থাকার অনুমতি পেলেন বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন।

    ২২ অক্টোবর, মঙ্গলবার এর জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানালেন তিনি।

    একদিন আগেও সামাজিক মাধ্যম এক্সে অমিত শাহের প্রতি আবেদন জানান তসলিমা। সেখানে তিনি লেখেন, ‘অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে থাকি কারণ এই মহান দেশকে ভালবাসি আমি। গত ২০ বছর ধরে ভারত আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু গত ২২ জুলাই থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আমার বসবাসের অনুমতিপত্রের মেয়াদ বাড়ায়নি। আমি খুব চিন্তিত। আমাকে থাকতে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

    এরপরই, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শাহকে ধন্যবাদ জানান তসলিমা। লেখেন, ‘অমিত শাহ, দুনিয়ার সব ধন্যবাদ আপনাকে।’

    তবে শাহের উদ্যোগে তার ভারতে থাকার অনুমতিপত্রের মেয়াদ বর্ধিত করা হয়েছে কি না তা খোলাসা করেননি তসলিমা। যদিও একদিন আগে জরুরি ভিত্তিতে তার ওই আবেদন এবং এর পরের দিনই শাহকে ধন্যবাদ জানানো সে কথাই বলছে।

    গত তিন দশক ধরে বাংলাদেশে প্রবেশ করতে পারেন না তসলিমা। কট্টরপন্থী ইসলামিদের ভয়ে তিনি দেশছাড়া। সূত্র: এবিপি আনন্দ

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031