• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর: নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ 

     dailybangla 
    24th Nov 2025 6:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ তাজরিন ট্র্যাজেডির ১৩তম বার্ষিকীতে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন তাঁদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

    সোমবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন ফ্যাশন কারখানার সামনে তারা ফুলেল শ্রদ্ধা জানান।

    এ সময় নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নিহত ও আহত শ্রমিকদের এক জীবনব্যাপী ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান।

    শ্রমিক নেতারা বলেন, তাজরিন অগ্নিকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো ঘটনার বিচার হয়নি। নিহত শ্রমিকদের পরিবার আজও দারিদ্র্যের সঙ্গে লড়ছে, আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে অসহায় জীবন কাটাচ্ছেন।

    তারা দাবি করেন, পরিত্যক্ত ভবনটি ভেঙে শ্রমিক পুনর্বাসন কেন্দ্র বা হাসপাতাল নির্মাণ করা হোক এবং দেলোয়ার হোসেনসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

    আহত শ্রমিক নাছিমা আক্তার বলেন, “১৩ বছরেও আমরা ন্যায়বিচার পেলাম না। সঠিক চিকিৎসা হয়নি, কোনো কারখানায় চাকরি পাচ্ছি না। কম টাকায় ঝুটের গোডাউনে কাজ করতে বাধ্য হচ্ছি। সন্তানদের পড়াশোনার খরচও জোগাতে পারছি না। আমরা ন্যায্য ক্ষতিপূরণ চাই।”

    বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনে আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন গুরুতর আহত হন। বহু শ্রমিক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু সুবিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন আজও অধরা রয়ে গেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930