তামিলনাড়ুতে দুই বাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু
dailybangla
01st Dec 2025 11:16 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ১১ জনের, আহত হয়েছেন আরও ৬০ জন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদি আরেকটি দিনদিগুল অভিমুখে যাচ্ছিল। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়, পরে পুলিশ উদ্ধারকাজে যোগ দেয়।
এ ঘটনায় নিহতদের মরদেহ রাস্তার পাশে সারিবদ্ধ করে রাখা হয়, অনেক যাত্রী একত্রে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গত সপ্তাহেও একই রাজ্যে দুটি বাসের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছিল। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি



