• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চট্টগ্রামে বিউটিওলজির ৯ম ব্রাঞ্চ: গ্র্যান্ড ওপেনিংয়ে অপু বিশ্বাস, ক্রেতাদের উপচে পড়া ভিড় 

     dailybangla 
    24th Jan 2026 4:47 am  |  অনলাইন সংস্করণ

    জমকালো আয়োজনে যাত্রা শুরু, উদ্বোধনী দিনে ৬০% ছাড়

    হৃদয় খান: উৎসবের আমেজ আর ক্রেতাদের উপচে পড়া ভিড়—সব মিলিয়ে চট্টগ্রামের খুলশীতে প্রাণবন্ত এক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বিউটিওলজির ৯ম ব্রাঞ্চ, যার উদ্বোধনে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    স্কিন কেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রিতে প্রিমিয়াম মান, অথেন্টিক পণ্য ও গ্রাহক আস্থার প্রতীক হিসেবে পরিচিত বিউটিওলজির এই নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় ২৩ জানুয়ারি শুক্রবার।বচট্টগ্রামের খুলশী টাউন সেন্টারের ১ম ফ্লোরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই শোরুমে দেখা যায় ব্যাপক ভিড় ও ক্রেতাদের উৎসাহ।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিউটিওলজি ও শাহিদাস লিমিটেডের ফাউন্ডার ও ম্যানেজিং ডাইরেক্টর সাদিম ইব্রাহিম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটিওলজির ডাইরেক্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পাশাপাশি প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড ওরাভিয়া’র সিইও মিস আফনান পরমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, অতিথি ও শুভানুধ্যায়ীরা।

    ঢালিউড কুইন অপু বিশ্বাসের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। ভক্ত-অনুরাগীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি বিউটিওলজির নতুন এই যাত্রার জন্য শুভকামনা জানান। তার উপস্থিতিতে উদ্বোধনী মুহূর্তটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

    গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিউটিওলজি ঘোষণা করে বিশেষ আকর্ষণীয় অফার। উদ্বোধনী দিনে যেকোনো প্রোডাক্টে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং প্রথম ৫০০ জন ক্রেতার জন্য ফ্রি গিফট দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এসব অফারে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং শোরুমজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

    বিউটিওলজি কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে প্রিমিয়াম ও অথেন্টিক স্কিন কেয়ার পণ্য গ্রাহকদের কাছে সহজলভ্য করাই তাদের মূল লক্ষ্য। চট্টগ্রামে ৯ম ব্রাঞ্চ চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সফল এই উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিউটিওলজির নতুন অধ্যায়ের সূচনা হলো—যা ব্র্যান্ডটির সম্প্রসারণ ও গ্রাহক আস্থার যাত্রাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031