• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারায় আলোকিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’: শ্রদ্ধার শিখরে দুই কিংবদন্তী 

     dailybangla 
    11th Nov 2025 5:52 pm  |  অনলাইন সংস্করণ

    শ্রেষ্ঠ নায়ক সজল, শ্রেষ্ঠ নায়িকা পরীমণি
    আজীবন সম্মাননা পেলেন জুয়েল আইচ ও আনোয়ারা

    হৃদয় খান: বিনোদনের আকাশে আবারো আলো ছড়ালেন দেশের গুণীজনরা। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জমকালো ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল তারকাদের মিলনমেলা।

    ৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শিল্প-সংস্কৃতির নানা শাখায় অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আজীবন সম্মাননা বিভাগ। এ বছর আজীবন সম্মাননা গ্রহণ করেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা ও আবেগে ভরে ওঠে মিলনায়তন। দর্শক-সাংবাদিক-শিল্পীদের দীর্ঘ করতালিতে সম্মাননার মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।

    চলচ্চিত্রে চলতি সময়ের জনপ্রিয়তা, কাজের গ্রহণযোগ্যতা ও দর্শকপ্রিয়তার ভিত্তিতে মোস্ট পপুলার এক্টর নির্বাচিত হন বহুল প্রশংসিত অভিনেতা মোশাররফ করিম এবং মোস্ট পপুলার এক্ট্রেস হন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস। সঙ্গীতায়নে প্রভাবশালী অবদানের স্বীকৃতিস্বরূপ মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর ও কম্পোজার পুরস্কার অর্জন করেন প্রিন্স মাহমুদ।

    এদিকে চলচ্চিত্র বিভাগে সেরা নায়ক হিসেবে সম্মাননা লাভ করেন আবদুন নূর সজল (জিন-৩), এবং সেরা নায়িকা হন পরীমণি (রঙ্গিলা কিতাব)।

    একই চলচ্চিত্র ‘জিন-৩’ থেকে দিলশাদ নাহার কনা সেরা গায়িকা এবং রবিউল ইসলাম জীবন সেরা গীতিকারের সম্মাননা পান।

    শিশু-কিশোর চলচ্চিত্র নির্মাণে সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে এডভেঞ্চার অব সুন্দরবন চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন আবু রায়হান জুয়েল।

    টেলিভিশন ও ওটিটি নাটকেও রয়েছে সম্মাননার আলো। ‘স্যালুট’ নাটকের জন্য রাশেদ সীমান্ত সেরা অভিনেতা এবং ‘সাদী মুবারক’ নাটকের জন্য সেরা অভিনেত্রী হন রোবেনা রেজা জুঁই। এছাড়া ‘পেট কাটা ষ-২’ নাটকের জন্য ওটিটি বিভাগের সেরা অভিনেত্রীর সম্মাননা লাভ করেন কাজী নাওশাবা আহমেদ। নাটক পরিচালনায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রাইসুল তমাল (শ্যাওলা ফুল) এবং অনন্য ইমন (অভাব) পুরস্কার অর্জন করেন।

    সঙ্গীত, নৃত্য, বিশেষ অবদান ও সাংবাদিকতা বিভাগেও একাধিক সম্মাননা প্রদান করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন কবিতায় অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরএ সভাপতি অভি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দুলাল খান ও সহ-সাধারণ সম্পাদক পান্থ আফজাল।

    বাঙালির সংস্কৃতি, সম্মান ও শিল্পঐতিহ্যকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে আয়োজনটি হয়ে উঠেছিল গুণী শিল্পী ও সাংবাদিকদের মিলন, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার এক প্রাণময় উৎসব।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930