• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারা আমাকে পছন্দ করে না: রোনাল্ডো 

     dailybangla 
    27th Jan 2025 3:59 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ এ পা দেবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে এই বয়সে এসেও গোলের ফর্ম ধরে রেখেছেন তিনি। রোববার আল নাসরের হয়ে আরও এক ম্যাচে গোল করেছেন তিনি। আল ফাতেহের বিপক্ষে তার দল জিতেছে ৩-১ গোলে।

    তবে রোনাল্ডোর এই ম্যাচে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন। যদি না ভিএআর বাধা হয়ে দাঁড়াত। এই ম্যাচে রোনাল্ডোর দুটি গোল বাতিল হয়েছে। যদিও তার দল অনায়াস জয়ই তুলে নিয়েছে, তবু জোড়া গোল বাতিল হওয়াতে হতাশায় ডুবে গেছেন পর্তুগিজ তারকা।

    রোনাল্ডো গত রাতে আল নাসরের তৃতীয় গোলটি করেন। তবে তার আগে দুটো গোল বাতিল হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বাগড়ায়। ম্যাচ শেষে এই নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন তিনি। ম্যাচ শেষে ক্যামেরার সামনে এসে চিৎকার করতে দেখা গেছে তাকে।

    ম্যাচ শেষে ৩৯ বছর বয়সী এই তারকার সঙ্গে দেখা হয় তার বন্ধু ও সাংবাদিক পিয়ের্স মরগ্যানের। তখন পিয়ের্স তাকে বলেন, ‘তোমার সঙ্গে তো ডাকাতি করা হয়েছে!’ তার জবাবে রোনাল্ডো বলেন, ‘আমি গোল করতে থাকি, এটা তারা পছন্দ করে না।’

    চলতি বছর অবশ্য রোনাল্ডো আছেন দারুণ ফর্মে। ৪ গোল করেছেন ৪ ম্যাচে, ১০০০তম ক্যারিয়ার গোলের লক্ষ্যে তিনি ছুটে যাচ্ছেন অদম্য গতিতে। তিনি ক্যারিয়ার সায়াহ্নে এসে খেলছেন সৌদি প্রো লিগে। এখানে তিনি সুখেই আছেন, জানান রোনাল্ডো।

    সম্প্রতি সৌদি প্রো লিগের অফিসিয়াল মিডিয়া চ্যানেলে বলেছেন, ‘আমি সুখী, আমার পরিবারও সুখে আছে। আমরা এই সুন্দর দেশটাতে আমাদের নতুন জীবন শুরু করেছি। জীবনটা এখানে বেশ ভালো, ফুটবলও বেশ ভালো। ব্যক্তিগত ঝলক হোক বা দলগত নৈপুণ্য, আমরা কাছাকাছিই আছি, আমরা এখনও উন্নতি করছি।’

    সৌদি আরবে পা রাখার পর থেকে কোনো অফিসিয়াল শিরোপা জিততে পারেননি রোনাল্ডো। তবে তিনি জানিয়েছেন, আল হিলাল আর আল ইত্তিহাদের সামনে লড়াই করাটা সহজ নয়। যদিও তিনি জানিয়েছেন, শিরোপা জিততে মরিয়া তিনি।

    তার কথা, ‘আল হিলাল আর আল ইত্তিহাদের মতো দলের সঙ্গে লড়াই করাটা কঠিন। তবে আমরা এখনও লড়াই করে যাচ্ছি, ফুটবলটা আসলে এমনই, আপনার ভালো সময় আসবে, খারাপ মুহূর্ত আসবে। তবে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টা যেন পেশাদার হয়, ভালো করার তাড়না, ক্লাবকে সম্মান করা, চুক্তিকে সম্মান করা আর বিশ্বাস করা যে পরিস্থিতি বদলে যাবে আল নাসরকে শিরোপা জেতাতে লড়াই করা।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930