• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা” 

     dailybangla 
    20th Jul 2025 5:01 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনে বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তরুণ রাজনীতিক মফিজুর রহমান আশিকের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ইমরানুল হক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল মনসুর।এসময় তিনি বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। অপপ্রচার বন্ধ না হলে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়বে। দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন, যা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    এসময় তিনি আরও বলেন, “বাঁশখালী ভাগ্যবান, কারণ এখানে মফিজুর রহমান আশিকের মতো একজন ত্যাগী, মেধাবী এবং নির্যাতিত ছাত্রনেতা রয়েছেন । তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে বাঁশখালীর দীর্ঘদিনের অবহেলা ঘুচবে। অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন”।

    সভাপতির বক্তব্য আবুল কালাম আজাদ বলেন, “তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তার নামে কটুক্তি আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশের আগ্রাসন ও অভ্যন্তরীণ সন্ত্রাস মোকাবেলায় তিনিই জাতির শেষ আশ্রয়। ইনশাল্লাহ তিনি ফিরে এসে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করবেন।”

    এসময় তিনি মফিজুর রহমান আশিককে ‘সৎ, ত্যাগী, নির্যাতিত, মার্জিত ও নিষ্ঠাবান’ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “যদি তাকে বাঁশখালীর মনোনয়ন দেওয়া হয়, তবে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। অপসংস্কৃতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি আপসহীন থাকবেন”।
    তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

    এতে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা জালাল উদ্দিন,মহানগর যুবনেতা আরিফুল ইসলাম,সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান,তরুণ যুবনেতা জুনাইদ করিম,অ্যাডভোকেট ইলিয়াস,যুবনেতা শামশুল ইসলাম,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আশেকুর রহমান,ছাত্রনেতা মাইমুনুর রশিদ,সেচ্ছাসেবকদল নেতা হেফাজ উদ্দিন মানিক ছাত্রনেতা মিশকাত, আব্দুর রহমান, মিয়া প্রমুখ।
    এতে আরো উপস্থিত ছিলেন ছনুয়া ও পুইছড়ি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031