তারেক রহমানকে ঘিরে বিএনপির প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে বিস্তৃত রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে দেশব্যাপী গণসংযোগে নামবেন তিনি।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, দেশে ফিরেই তিনি সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন।
বিএনপি নেতারা বলছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সীমাবদ্ধতার কারণে মাঠের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করবেন তারেক রহমান।
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে ধানের শীষের প্রতি মানুষের সমর্থন আরও বাড়বে।
অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনমুখী রাজনীতিতে তার আগমন নতুন গতি আনবে। তিনি বলেন, একজন নাগরিক ও বড় রাজনৈতিক নেতা হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ উপলক্ষে সংবর্ধনাসহ বিভিন্ন আয়োজন বাস্তবায়নে আলাদা অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি।
বিআলো/শিলি



