তারেক রহমানের চাচাতো ভাই সেজে প্রতারণা, আটক ভুয়া ব্যারিস্টার
বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন এক যুবক। নিজেকে ‘ব্যারিস্টার শামীম রহমান’ দাবি করে দলের নেতাকর্মীদের কাছ থেকে পদ-পদবি দেওয়ার প্রলোভনে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। অবশেষে বগুড়ার ডিবি পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।
গ্রেফতারকৃত ওই যুবকের নাম শামীম রহমান (৩৩)। তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরার মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।
তিনি বলেন, শামীম রহমান এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যারিস্টার দাবি করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। কখনো নিজেকে তারেক রহমানের আত্মীয়, কখনো আবার কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ পরিচয়ে ব্যবহার করতেন।
মামলার তথ্য অনুযায়ী, সম্প্রতি ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে কয়েকজন যুবদল নেতার সঙ্গে পরিচয় হয় শামীমের। একপর্যায়ে তিনি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে যুবদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের পদ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
২২ জুন, বগুড়ার মম-ইন কফি শপের সামনে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানীর সঙ্গে দেখা করে তাদের কাছে যথাক্রমে দুই লাখ ও এক লাখ টাকা দাবি করেন তিনি। ওই সময় তারা মোট ৫০ হাজার টাকা নগদ দেন।
পরে সন্দেহ হলে তারা যাচাই করে দেখেন, শামীমের কোনো রাজনৈতিক পরিচয়ই নেই এবং তারেক রহমানের সঙ্গে আত্মীয়তার দাবিও ভিত্তিহীন। তখনই তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং বুধবার (২ জুলাই) রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য, তিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে একই কৌশলে মানুষজনকে ঠকাতেন। কখনো রাজনৈতিক নেতা, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা বলে সুবিধা নেওয়ার চেষ্টা করতেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/এফএইচএস