• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানের নেতৃত্বে উদ্যোক্তা ও কৃষকদের সার্বিক সহায়তা প্রদান করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

     dailybangla 
    10th Oct 2025 8:02 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে অবস্থিত সফল নারী উদ্যোক্তা মাহফুজা আক্তার রুনা প্রতিষ্ঠিত “জেনারেল এগ্রো ফার্ম” পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। শুক্রবার (১০ অক্টোবর) সকালে খামার পরিদর্শনকালে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে উদ্যোক্তা ও কৃষকদের সার্বিক সহায়তা প্রদান করা হবে। উদ্যোক্তাদের ব্যাংক সাপোর্টসহ সবধরনের সহায়তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”

    নারীর অগ্রযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তাদের ভূমিকা প্রত্যক্ষ করতে তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উদ্যোক্তা রুনার সঙ্গে খামারের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনা এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

    ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “গ্রামের ভেতরে এত পরিপাটি, পরিকল্পিত ও কার্যকর একটি গবাদিপশুর খামার দেখে আমি মুগ্ধ। নারী উদ্যোক্তা রুনা তার আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছেন—সঠিক পরিকল্পনা ও সহযোগিতা পেলে নারীরাও কৃষি ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।” তিনি আরও বলেন,“এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারের আর্থিক মুক্তির পথ নয়, বরং দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পথও প্রশস্ত করে। স্থানীয় আমিষের চাহিদা মেটানো, বেকারত্ব হ্রাস এবং উদ্যোক্তা সৃষ্টি—সবক্ষেত্রে রুনার খামার অনুকরণীয় দৃষ্টান্ত।”

    ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন,“জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কৃষক ও কৃষিভিত্তিক পরিবারগুলোর জন্য ‘কৃষি কার্ড’ চালুসহ নানা নীতিগত সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। আমাদের লক্ষ্য—কৃষিকে লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং উদ্যোক্তাদের পাশে থাকা।” এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, রাজাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। উল্লেখ্য, “জেনারেল এগ্রো ফার্ম”-এ গরু, ছাগল ও অন্যান্য গবাদিপশুর যত্ন, স্বাস্থ্যসেবা ও খামার ব্যবস্থাপনা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930