তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার ‘রাজনীতিতে নতুন মাইলফলক’: ড. মিলন
কচুয়া প্রতিনিধি: বিবিসি বাংলায় প্রচারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য “ঐতিহাসিক দিকনির্দেশনা” হিসেবে উল্লেখ করেছেন কচুয়ার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার সন্ধ্যায় কচুয়ার উত্তর বাজারে আয়োজিত এক জনসমাবেশে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটির প্রদর্শনী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মিলন বলেন, “তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য দেশ-বিদেশে সকল বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের জন্য দূরদর্শী রাজনৈতিক নির্দেশনা। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “এই ঐতিহাসিক সাক্ষাৎকারের বক্তব্য নিজেদের মধ্যে ধারণ করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”
নিজের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে ড. মিলন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে আমি জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি। কচুয়ার মাটি ও মানুষের কল্যাণে আগামীতেও কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে কচুয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় বিশ হাজারের অধিক মানুষ বড় পর্দায় সাক্ষাৎকারটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিআলো/শিলি



