• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তালিকা মিলে গেলেই বিয়ে করব: সুস্মিতা 

     dailybangla 
    26th Feb 2025 11:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় পৌঁছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সেই খ্যাতির ছটা শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না। সীমানা পেরিয়ে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়েছে।

    ১৯৯৪ সালে ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন অভিনেত্রী। পরে মিস ইউনিভার্সের (১৯৯৪) মুকুটও জয় করেন তিনি। সুস্মিতাই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। কিন্তু এখনো অভিনেত্রী চিরকুমারীই রয়ে গেছেন। তবে বিয়ের জন্য কোনো ধরাবাধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা সেন। বিয়ে নিয়ে তার কী পরিকল্পনা সে কথাই জানালেন অভিনেত্রী।

    সুস্মিতা তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। বলা ভালো— তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনো দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, কখনো ললিত মোদি, আবার কখনো বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার।

    বয়স তার পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘরবাঁধা হয়নি। যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন। যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে সাবেক প্রেমিক রোহমান শলকে। তবে কি ফের তারা সম্পর্কে জড়িয়েছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা? যদিও বিয়ে করার ইচ্ছা রয়েছে তার বলে জানিয়েছেন অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে, তাই না? যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব; কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভালো আছি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930