তাহিতিতে টানা বৃষ্টিতে ভূমিধস, নিহত কমপক্ষে ৭
dailybangla
28th Nov 2025 12:29 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ফ্রান্সের অধীনস্থ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘটনাটি নিশ্চিত করেন।
এক সপ্তাহের লাগাতার ভারি বর্ষণের পর বুধবার ভোরে দ্বীপটির পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভূমিধস নামলে বহু ঘরবাড়ি চাপা পড়ে।
এখনো অনেকে নিখোঁজ রয়েছেন; তাদের সন্ধানে তল্লাশি অভিযান চললেও দ্বিতীয় দফায় ভূমিধসের শঙ্কায় কিছু সময় তা স্থগিত রাখা হয়।
সরকার নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ঘটনাটি সাম্প্রতিক বছরের মধ্যে তাহিতির সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআলো/শিলি



