তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাচারিতা এবং মানুষের উপর জুলুম নির্যাতনের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। জামাল হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠানসহ আরো অনেক দলীয় নেতাকর্মী। অভিযোগে তারা বলেন, গত শনিবার সকালে মাছিমপুর বাজারে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের বলরামপুর ইউনিয়নের সভাপতি জামাল হোসেনের বিরুদ্ধে জেলা যুবদল নেতা হেলাল সরকারের আনীত একটি অভিযোগের প্রেক্ষিতে সামাজিক বিচার কার্য চলাকালে বিচারকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ ও তার সহযোগীদের নিয়ে বিচারকদের উপর চড়াও হয়ে শান্তি প্রিয় দরবারটিকে ভণ্ডুল করে দেয়।
উল্লেখ্য, দরবারের সকলের অনুরোধে ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠান উক্ত দরবারের সভাপতির দায়িত্ব পালন করেন এবং বিএনপির সেক্রেটারি আব্দুস সাত্তার সভাটি পরিচালনা করেন। উক্ত দরবারে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মো. হানিফ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, মো. শহীদুল্লাহসহ আরো অনেক ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভাপতি মোজাম্মেল হক পাঠানসহ সিনিয়র নেতৃবৃন্দ উক্ত জামাল হোসেনের ঔদ্ধত্য আচরণ, বিচারকদের গালিগালাজ ও মারমুখী আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বলে অভিযোগ করেন। তারা বলেন, এই জামাল হোসেনের নিকট দল ও জনগণ নিরাপদ নয়।
বিচারকগণ আরো বলেন, তার বিরুদ্ধে উক্ত বিচারকার্যটি তার ব্যবসায়িক পার্টনার ও জেলা যুবদল নেতা হেলাল সরকারকে অন্যায় ভাবে দলীয় ও স্থানীয় প্রভাব খাটিয়ে অতর্কিত হামলা করে তাকে শারীরিক নির্যাতন এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ও উভয়ের মধ্যে ব্যবসার পাওনা দেনার সুষ্ঠু সমাধানের জন্য বিএনপির সভাপতিকে দলীয় হাই কমান্ডের অনুরোধে বসা এই দরবারটি অভিযুক্ত জামাল ভণ্ডুল করে দেয়। জামাল হোসেনের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে এবং তার আত্মীয় জনৈক বিএনপি নেতার ক্ষমতাবলে এলাকায় আরো অনেক অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানা যায়।
বিআলো/ইমরান