তিতাস গ্যাসে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ
নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর প্রধান কার্যালয়ে আজ সকাল ১০.৩০ ঘটিকায় তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-১৯৪০)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম নীরব এবং তিতাস গ্যাসের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ। এছাড়া শ্রমিক দলের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরু করেন। তিনি তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কর্মপরিবেশ উন্নয়নে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি তিতাস গ্যাসের অবদান স্মরণ করিয়ে দেন এবং সিস্টেম লস হ্রাস, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি নজরুল ইসলাম খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং তিতাস গ্যাসের উজ্জ্বল ইতিহাস ও সাফল্যের কথা স্মরণ করান। তিনি জ্বালানী সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাসের ভাবমূর্তির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে, সভাপতি খন্দকার জুলফিকার মতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিআলো/ইমরান



