তিন আসনে খালেদা জিয়ার প্রার্থিতা
dailybangla
03rd Nov 2025 6:19 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ এই তিনটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মোট ২৩২টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে লড়বেন।
এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ থেকে ভোটে অংশ নেবেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোলা-৩ আসনে।
বিআলো/শিলি



