তিন গোল বাতিল করেও চেলসির দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক: স্ট্যামফোর্ড ব্রিজে একতরফা এক রাতে বার্সেলোনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। নীল শিবিরের তিনটি গোল বাতিল হলেও শেষ পর্যন্ত লিগ চ্যাম্পিয়নরা বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। ম্যাচে প্রতিপক্ষকে শুরু থেকেই চাপের মধ্যে রেখে মাঠ দাপিয়ে খেলেছে ইংলিশ জায়ান্টরা; বিপরীতে শুরু থেকে শেষ পর্যন্ত বিবর্ণ ছিল বার্সা।
চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচকে ঘিরে মূল আলোচনায় ছিলেন দুই তরুণ প্রতিভা-চেলসির ১৮ বছরের এস্তেভাও আর বার্সার লামিন ইয়ামাল। কিন্তু আলো কেড়ে নেন এস্তেভাওই।
দ্বিতীয়ার্ধে ডান দিক থেকে বল পেয়ে দুই রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে অসাধারণ গোল করেন তিনি। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ১০ম গোল। ততক্ষণে ১০ জনের বার্সা ১-০ গোলে পিছিয়ে ছিল, এস্তেভাওয়ের গোল তাদের অবস্থাকে আরও কঠিন করে তোলে।
৭৩তম মিনিটে বদলি লিয়াম ডেলাপ কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআর সেই সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করে।
শুরু থেকেই বার্সাকে ছেড়ে কথা বলেনি চেলসি। চতুর্থ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করলেও সতীর্থ ওয়েসলি ফোফানার হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। পরে বার্সার ফেরান টরেস সুযোগ পেয়েও পোস্টের বাইরে বল মারেন। এর কিছুক্ষণ পর পেদ্রো নেতোর গোল অফসাইডে বাতিল হয়।
২৭তম মিনিটে আসে ম্যাচের প্রথম বৈধ গোল। শর্ট কর্নার থেকে চেলসির আক্রমণে বার্সা রক্ষণ গুলিয়ে ফেলে, আর জুলেস কুন্দের ভুলে বল ঢুকে যায় নিজ দলের জালেই।
তার ওপর বিরতির আগেই পরিস্থিতি আরও জটিল করে তোলেন বার্সা অধিনায়ক রোনাল্ড আরাউহো। মার্ক কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও চেলসি একই দাপুটে ছন্দ ধরে রাখে। এস্তেভাও ও ডেলাপের গোল নিশ্চিত করে তাদের বড় জয়।
দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে চেলসি পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষ আটে অবস্থান শক্ত করেছে, শেষ ষোলোতে পৌঁছানোর সম্ভাবনাও উজ্জ্বল।
অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে যাওয়া বার্সার শেষ ষোলোয় ওঠার আশা এখন ক্ষীণ; শেষ তিন ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও।
বিআলো/শিলি



