তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন কর্মসূচি
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো: শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার তারিখ স্পষ্ট করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
বাগছাসের জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু হয়েছে, তা দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদিচ্ছার অভাবে নির্বাচন হচ্ছে না। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি বহুদিন ধরে জানাচ্ছি, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, তবে দাবি থেকে পিছপা হবো না।
অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, আমরা বহু কর্মসূচি পালন করেছি, কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে অনশন করছি। নখদন্তহীন প্রশাসন হয়তো এখন আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।
বিআলো/এফএইচএস