তীব্র ভূমিকম্পে কাঁপল দেশ: ঢাকা-নারায়ণগঞ্জে চারজনের মৃত্যু
বিআলো প্রতিবেদক: সকাল ১০টা ৩৮ মিনিটের পর রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চল। কয়েক সেকেন্ডের কম্পনেই বহুতল ভবনে দুলুনির অনুভূতি ছড়িয়ে পড়লে আতঙ্কে মানুষ ঘর-বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া এই কম্পনে চারজনের মৃত্যুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
ঢাকায় রেলিং ধসে তিনজনের মৃত্যু-
পুরান ঢাকার বংশাল-কসাইটুলি এলাকার দুটি স্থানে ভবনের রেলিং ও কার্নিশ ভেঙে পড়ে তিনজন নিহত হন। নিহতদের একজন ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। নিহত অন্য দু’জন হলেন সবুজ (৩০) এবং এক আট বছরের শিশু। তারা সড়ক দিয়ে হাঁটার সময় রেলিং ধসে তাদের ওপর পড়ে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে। তিনজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের জোন-১ কমান্ডার মো. এনামুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা পুরো এলাকা তল্লাশি করে নিশ্চিত হন কেউ আটকা পড়ে নেই। তিনি জানান, ওই এলাকার বেশিরভাগ পুরোনো ভবনের রেলিং ও কার্নিশ বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ, সামান্য কম্পনেই এসব ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় রাস্তার পাশের একটি দেয়াল ভেঙে পড়ে নবজাতক ফাতেমার মৃত্যু হয়। শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত অর্ধশতাধিক-
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাবতলী এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে একতলা বাড়ির ওপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, তার ছেলে ওমর এবং মেয়ে তাসফিয়া আহত হন। এর মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। জেলার ছয়টি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. গুলশানা কবির জানান, ইতোমধ্যে প্রায় ৫০ জনের মতো আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এবং আরও অনেকে হাসপাতালে আসছেন।
বিভিন্ন জেলায় চিকিৎসাধীন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে-
* ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ১০ জন,
* গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে ১০ জন,
* নরসিংদীতে ৫৫ জন,
এছাড়া বিভিন্ন এলাকা থেকে আরও আহতের খবর পাওয়া যাচ্ছে। মোট আহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন-
কম্পনের অভিঘাতে নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড সাবস্টেশনে আগুন লাগে। সাবস্টেশনের কিছু যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ক্ষতিগ্রস্ত লাইন পুনরুদ্ধারের কাজ চলছে।
পার্শ্ববর্তী দেশেও অনুভূত কম্পন-
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়ও ভূকম্পনটি অনুভূত হয়েছে।
ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো অজানা-
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প মনিটরিং সেল বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এখন পর্যন্ত বড় ধরনের স্থাপনা ধসের খবর না মিললেও আরও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিআলো/শিলি



