• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তুরস্কে সুগন্ধি গুদামে ভয়াবহ আগুনে ৬ জনের মৃত্যু 

     dailybangla 
    09th Nov 2025 1:01 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সুগন্ধি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কিশোরীসহ ছয় জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।

    শনিবার সকালে কোকায়েলি প্রদেশের দিলোভাসি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

    কোকায়েলির গভর্নর ইলহামি আক্তাস সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি হাবারকে জানান, ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সকাল ৯টার দিকে গুদামটিতে আগুন লাগে।

    তিনি বলেন, “দমকলকর্মী ও জরুরি পরিষেবার সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ভাগ্যবশত আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন।”

    গভর্নর আরও জানান, আহতদের মধ্যে একজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    কোকায়েলির মেয়র তাহির বুইয়ুকাকিন বলেন, নিহতদের মধ্যে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোরীও রয়েছে। তিনি বলেন, “তারা সেখানে কী করছিল, তা এখনো পরিষ্কার নয়।”

    অগ্নিকাণ্ডের পর গুদামের মালিক ও দুই জ্যেষ্ঠ কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চ।

    এদিকে, শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ের সাতজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    এক প্রত্যক্ষদর্শী স্থানীয় টেলিভিশন এনটিভিকে জানান, “আমি একটি বিস্ফোরণের শব্দ শুনি। বারান্দায় গিয়ে দেখি, আমার এক সহকর্মীর শরীরে আগুন লেগেছে। আমি পানির পাইপ এনে আগুন নেভাই, কিন্তু ততক্ষণে পুরো কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।”

    অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930