• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তুরস্কে স্কি রিসোর্টে আগুন, ৬৬ জনের মৃত্যু 

     dailybangla 
    22nd Jan 2025 11:52 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে একটি স্কি রিসোর্টে আগুন লেগে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার দিবাগত মধ্যরাতে বোলু প্রদেশের কার্তালকায়া স্কি রিসোর্টে এই আগুন লাগে। এসময় হোটেলের অনেক অতিথি আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।

    মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ও আনাদোলু নিউজ এজেন্সি।

    আগুন লাগার সময় কাঠের তৈরি রিসোর্টে অন্তত ২৩৪ জন অতিথি ছিলেন।

    তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু গণমাধ্যমকে বলেন, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন।

    তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসর্টের একটি হোটেলে ভোরে অগ্নিকাণ্ডের পর অন্তত ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

    টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

    বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

    দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031