তুর্কমেনিস্তানে বৈঠক নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে শাহবাজ শরিফ
dailybangla
13th Dec 2025 2:31 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: তুর্কমেনিস্তানে আন্তর্জাতিক এক সম্মেলনের ফাঁকে নির্ধারিত বৈঠক বিলম্বিত হওয়ায় কূটনৈতিক নিয়ম ভেঙে আলোচনাকক্ষে ঢুকে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরটি ইন্ডিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক চলাকালে সেখানে প্রবেশ করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পরে ভুল বোঝাবুঝির আশঙ্কায় ভিডিওটি মুছে ফেলে আরটি ইন্ডিয়া।
তুর্কমেনিস্তানের নিরপেক্ষতার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে একাধিক দেশের শীর্ষ নেতারা অংশ নেন।
বিআলো/শিলি



