• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’ এবার আরটিভিতে 

     dailybangla 
    01st Aug 2025 6:08 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: দেশীয় দর্শকদের মাঝে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে তুর্কি ধারাবাহিক। সেই ধারাবাহিকতায় এবার আরটিভির পর্দায় আসছে পুরস্কারপ্রাপ্ত রোমান্টিক থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’। আজ ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সপ্তাহের সাত দিন রাত ৯টায় এটি প্রচারিত হবে।

    ধারাবাহিকটির মূল চরিত্রে রয়েছে মোস্তফা নামের এক আদর্শবাদী পুলিশ কর্মকর্তা, যিনি তার ছেলেকে অসম্ভব ভালোবাসেন। চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার হন এবং মিথ্যা মামলায় বরখাস্ত হন। এক বছরের কারাভোগের পর তিনি হারান সন্তানের হেফাজত, ছেলেকে নিয়ে যান তার শ্বশুর।

    এরপর মোস্তফা তার সন্তান ও চাকরি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। এই সময় তার জীবনে আসে আইসেগুল নামের এক তরুণী চিকিৎসক। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফার অজান্তেই আইসেগুল হচ্ছেন ইস্তাম্বুলের অন্যতম কুখ্যাত গডফাদার বাহরির মেয়ে।

    গল্পে ধীরে ধীরে সামনে আসে নানা চমক। মোস্তফা কি ফিরে পাবে তার ছেলেকে? নাকি প্রেম ও প্রতিশোধের দ্বন্দ্বে জড়িয়ে নিজেই হয়ে উঠবে এক নতুন মাফিয়া?-এই সব প্রশ্নের জবাব মিলবে ২৫০ পর্বের তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’তে।

    মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা ইলকের কালেলি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও অনেকে। বাংলা ভাষায় ধারাবাহিকটির ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

    বিআলো/এফএইচএস

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930