তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে অচলাবস্থা
dailybangla
01st Dec 2025 11:12 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: মারাত্মক শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চল। ভারী তুষারপাত, প্রবল বাতাস ও বজ্রবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত ৫ কোটিরও বেশি মানুষ সতর্কতার মধ্যে ছিলেন।
ডেস মইনেসে দুই দিনে ১০.৯ ইঞ্চি তুষারপাত হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ।
শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে ৮.৪ ইঞ্চি তুষার পড়ে শহরটির নভেম্বরের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে।
শুধু শনিবারই শিকাগোতে ৫০০ গাড়ি দুর্ঘটনার ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। সূত্র: গার্ডিয়ান
বিআলো/শিলি



