তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট
আর্ন্তজাতিক ডেস্ক: তীব্র শীতকালীন ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। কয়েক দিনের টানা তুষারপাত ও বরফবৃষ্টির কারণে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির অবনতিতে অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৪ জানুয়ারি) শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বরফে ঢেকে যায় গুরুত্বপূর্ণ সড়ক। ফলে যান চলাচলে চরম বিপর্যয় দেখা দেয়। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতঝড় সতর্কতার আওতায় রয়েছে, যা মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ডে ভারী তুষারপাত, বরফবৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি সতর্ক করে বলেন, তুষার ও বরফ গলতে সময় লাগবে, এতে উদ্ধার কার্যক্রম ধীরগতির হতে পারে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এক ডজনের বেশি অঙ্গরাজ্যে জরুরি ঘোষণা অনুমোদন করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় এফইএমএ আগেভাগেই ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে দেশজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ওকলাহোমা সিটির উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টে শনিবারের সব ফ্লাইটই স্থগিত ছিল। সূত্র: এএফপি, এপি
বিআলো/শিলি



