তৃণমূল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের সত্যিকার রূপকার: এ্যাড. শাহাদাৎ হোসেন
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে ঝালকাঠি সদর উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সমাবেশ পরিচালনা করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনগণকে অবহিতকরণ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসানের সভাপতিত্বে এই প্রতিনিধি সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. সৈয়দ হোসেন।সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর বিএনপি’র সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. নাসিমুল হাসান এবং শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক এবং আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ামঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহমুদ হোসেন-সহ উপজেলা বিএনপি’র সকল সদস্যবৃন্দ এবং ১০ ইউনিয়নের সভাপতি ও সম্পাদক এবং ৯০ টি ওয়ার্ডের সভপতি ও সম্পাদক, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন বলেন- আমরা সকলে মিলে একত্রিত হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর সাম্যের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল বিএনপি তাই কোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন- আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেন – যতদিন পর্যন্ত আমাদের তৃণমূল বিএনপি’র নেতাকর্মীরা মাঠে থাকবে ততদিন বিএনপি বেঁচে থাকবে। তৃণমূল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের সত্যিকার রূপকার।
সকলের উদ্দেশ্যে তিনি বলেন একটি কুচক্রী মহল আমাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে, সাথে সাথে এর প্রতিবাদ করতে হবে। যদি কোন নেতাকর্মী আমাদের দলের ভাব মূর্তি ক্ষুন্ন করে, তবে সে যত বড় শক্তিশালী নেতাই হোক না কেন; তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চব্বিশ এর গণঅভ্যুত্থানে তৃণমূলের যেসকল নেতাকর্মীরা মৃত্যু বরণ করেছেন; তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পূজা মন্ডপের কমিটি গঠন করে দেওয়া হবে এবং আপনারা সকলে সহযোগিতা করবেন, যাহাতে উৎসব মুখর পরিবেশে তাদের ধর্ম পালন করতে পারেন।
বিআলো/ইমরান