তৃণমূল পর্যায়ে বিএসপিকে শক্তিশালী করতে হবে: ড. সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যৌথ প্রতিনিধি সভা আজ শনিবার কুমিল্লা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, তৃণমূল পর্যায়ে বিএসপিকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সংগঠনের প্রাণ হলেন নিবেদিত কর্মীরা। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার কারণে বিএসপি অল্প সময়ে নিবন্ধন পেয়েছে।
তিনি আরো বলেন, নতুন সদস্য ফরম পূরণ করে প্রয়োজনে কমিটিগুলো পুনর্গঠন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন ভূইয়া চাদপুরী, যুগ্ম মহাসচিব শাহ মো. আসলাম হোসাইন, দফতর সম্পাদক ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান হারুন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা সিনিয়র সহ সভাপতি শাহ মো. আক্তারুজ্জামান ভূইয়া।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জেলা সভাপতি মুফতি খাজা বাকি বিল্লাহ আযহারীর সভাপতিত্বে কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পায়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মহসিন মিয়া, কুমিল্লা জেলা সহ সাধারণ সম্পাদক শাহ মো. আবদুল কাইয়ুম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মফিজুল ইসলাম মাহফুজ, চান্দিমা উপজেলা সভাপতি মাওলানা শহীদ উল্লাহ, আদর্শ সদর সভাপতি ডা. শাহ মো. জাহাঙ্গীর আলম, বড়ুরা উপজেলা সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক সুমন হোসাইন, বুড়িচং উপজেলা সভাপতি ইকবাল কবির, চাঁদপুর সদর উপজেলা সভাপতি শাহ মো. কবির হোসেন প্রমুখ।
বিআলো/তুরাগ