‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসন বন্ধে ট্রাম্পের কড়া ঘোষণা
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধের পথে এগোচ্ছে তার প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, অ-নাগরিকদের জন্য ফেডারেল সুবিধা ও সরকারি ভর্তুকি বন্ধ করা হবে। সেই সঙ্গে যারা ‘দেশের শান্তি নষ্ট করে’ তাদের নাগরিকত্ব বাতিলের কথাও জানান তিনি।
ট্রাম্প আরও সতর্ক করেন, যে বিদেশিরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে বিবেচিত হবে তাদের বহিষ্কার করা হবে।
ঘোষণার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন। তদন্তকারীরা সন্দেহ করছেন, এতে একজন আফগান নাগরিক জড়িত থাকতে পারে। ঘটনার পরপরই ট্রাম্পের কঠোর এই বার্তা সামনে আসে। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি



