তৃতীয় মেয়াদের সম্ভাবনা উড়িয়ে দিলেন ট্রাম্প
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালের নির্বাচনে আবার প্রেসিডেন্ট পদে লড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ সম্প্রতি প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, তৃতীয় দফায় প্রার্থী হওয়ার বিষয়টি তিনি একেবারেই বিবেচনা করছেন না।
নোরা ও’ডোনেল জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে ভাবিই না। তবে সত্যি বলতে অনেকেই চান আমি আবার দাঁড়াই।’ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিষয়ে প্রশ্ন করলে তিনি মন্তব্য করেন, দুজনকেই তাঁর পছন্দ এবং রিপাবলিকান দলে শক্তিশালী নেতৃত্বের জোরালো উপস্থিতি রয়েছে।
ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, এখনই এসব আলোচনায় যেতে চান না, সময় এখনো অনেক বাকি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। ফলে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা আইনগতভাবে সম্ভব নয়। সূত্র: আনাদোলু
বিআলো/শিলি



