তেঁতুলিয়ায় ফের ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, জেঁকে বসছে কনকনে শীত
নিজস্ব প্রতিবেদক: হিমালয়ের হিমশীতল ছোঁয়া এখন তেঁতুলিয়ার হাওয়ায়। উত্তরের এই সীমান্ত উপজেলায় যেন রীতিমতো শীতের রাজত্ব নেমেছে। সকাল হতেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে কনকনে ঠান্ডা। সন্ধ্যা গড়ালেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ, হিমেল হাওয়ায় কাঁপছে গা।
শনিবার সকাল ৯টায় থার্মোমিটার থেমেছে মাত্র ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে! গতকালও ছিল প্রায় একই রকম- ১৪.৮। দিনের বেলা সূর্য একটু হাসলেও ২৯.৯ ডিগ্রি ছুঁয়ে আবার লুকিয়ে পড়ছে মেঘের আড়ালে।
শীত এসেছে, ব্যবসাও জমে উঠেছে! লেপ-তোশকের দোকানে লাইন, গরম কাপড়ের শোরুমে ভিড়। আর রাস্তার মোড়ে মোড়ে পিঠার দোকানগুলো যেন শীতের উৎসব হয়ে উঠেছে। ভাপা-চিতইয়ের গন্ধ আর খেজুরের রসের মিষ্টি ধোঁয়ায় ম-ম করছে বাতাস। লোকজন হাত ঘষতে ঘষতে দাঁড়িয়ে পড়ছে- একটু গরম, একটু পিঠার স্বাদ।
কিন্তু এই মজার মধ্যেও আছে চিন্তার ভাঁজ। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের অসুখ। শিশু আর বয়স্কদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বরে হাসপাতালের বেড ভর্তি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বললেন, “হিমালয়ের দরজায় দাঁড়িয়ে আছে তেঁতুলিয়া। এখানে শীত মানে আলাদা। নভেম্বর শেষ হতে না হতেই তাপমাত্রা আরও নিচে নামবে, এটা নিশ্চিত।”
তৈরি থাকুন। তেঁতুলিয়ার শীত এবার আরও জাঁকিয়ে বসতে চলেছে!
বিআলো/শিলি



