তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের শুরুতেই দেশের শীতপ্রবণ অঞ্চল তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কয়েক দিন ধরে স্থির থাকা নিম্ন তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতায় বাড়ছে শৈত্যপ্রবাহের আশঙ্কা। দিন দিন বাড়ছে শীতের দাপট।
শনিবার সকাল ৬টা ও ৯টায় আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ থেকে ৯৫ শতাংশ, যা ভোর থেকেই শীতের তীব্রতা আরও বাড়িয়ে তোলে।
এর আগে গত মঙ্গলবার মৌসুমি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী তিন দিন- বুধবার থেকে শুক্রবার অঞ্চলটিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস; তবে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সতর্কভাবে চলতে হয়েছে।
শনিবার সকালেও তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় কুয়াশার চাদর দেখা যায়। প্রচণ্ড ঠান্ডায় মানুষের চলাচল কমে গেছে; কেউ গরম কাপড় গায়ে দিয়ে রাস্তায় নামলেও অনেকেই থাকতে বাধ্য হচ্ছেন ঘরের ভেতরেই। সূর্য ওঠার পরেও রোদের তাপ অনুভব করা কঠিন হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন নদীতে কাজ করা বালু শ্রমিকেরা। শীতের পানিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে বালু তুলতে হয় বলে কাজ করতে গিয়ে কষ্ট বেড়ে গেছে দ্বিগুণ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকা তাপমাত্রা আজ আরও কমে ১১ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রার এই পতন সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিআলো/শিলি



